Logo

আন্তর্জাতিক    >>   রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার ঐতিহাসিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত, আহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার ঐতিহাসিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত, আহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার ঐতিহাসিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত, আহত ৭

ইউক্রেনে রাশিয়ার একটি নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ঐতিহাসিক শহর ওডেসার বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর নগরী ওডেসা, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে পরিচিত, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এই হামলায় অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন, এবং ভবনগুলোতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

শনিবার ( ১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইউনেস্কোর  বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাকে ‘ইচ্ছাকৃত’ আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন, যা আরও একবার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে আনে। হামলার পর পরই স্থানীয় জরুরি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ শুরু করেন।

ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার এবং ওডেসার মেয়র হেনাডি ট্রুখানভ হামলার দৃশ্য শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে ঐতিহাসিক হোটেল ব্রিস্টলের লবি এবং অন্যান্য অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৯ শতকের শেষের দিকে নির্মিত এই বিলাসবহুল হোটেলটির ওপর হামলার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে।

হোটেলটির বিপরীতে অবস্থিত ওডেসা ফিলহারমনিক কনসার্ট হলটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর বেশ কিছু জানালা ভেঙে গেছে। অনলাইন ভিডিওতে আরও দেখা যায়, অপেরা হাউসের কাছে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত কাচের টুকরো। এছাড়া, এই এলাকার বিভিন্ন জাদুঘরেও ব্যাপক ক্ষতি হয়েছে।

গভর্নর কিপার জানিয়েছেন যে, তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ইঙ্গিত দেয় যে, রাশিয়া এই হামলা পরিকল্পিতভাবে বেসামরিক স্থানগুলোর ওপর পরিচালনা করেছে। তিনি বলেন, "এই হামলার উদ্দেশ্য ছিল একটি বেসামরিক হোটেলকে লক্ষ্য করা, যার ফলে ভবনটির কাঠামো ধ্বংস করা যায় এবং ভিতরে থাকা নিরপরাধ মানুষদের হত্যা করা যায়।"

এই হামলা ইউক্রেনের জনগণের জন্য আরও একবার প্রমাণ করে যে, রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক এলাকা লক্ষ্য করে ভয়াবহ পরিণতি ডেকে আনছে। বিশ্বব্যাপী এর নিন্দা এবং প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আরও একবার আহ্বান জানিয়েছে।





বিজ্ঞাপন

বিজ্ঞাপন

P.S 220 Winter concert

P.S 220 Winter concert